প্রকাশিত: Thu, May 18, 2023 5:01 PM আপডেট: Fri, May 9, 2025 2:45 PM
আরও ২৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
বান্দরবানে কেএনফের পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে নিহত ১
বাবুল খান: বুধবার বিকালে রুমা উপজেলা রেমাক্রী প্রাংসা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের স্লোপি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জুয়েল ত্রিপুরা রুমা উপজেলার রেমাক্রি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিরাম পাড়ার বাসিন্দা। এসময় আব্রাহাম ত্রিপুরা নামে একজন আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, পোর্টার হিসেবে সেনাবাহিনীর সঙ্গে অভিযানে যাওয়ার সময় সালোপি পাড়ার কাছে কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে জুয়েল ত্রিপুরা ও আব্রাহাম ত্রিপুরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে জুয়েল ত্রিপুরা মারা যান। আহত আব্রাহাম ত্রিপুরাকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন আহমেদ বলেন, ময়না তদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা : মুরাদ হাসান
জেরিন আহমেদ: বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন ২৯ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীর মধ্যে ২২ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে ও সাতজন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন। বর্তমানে সারাদেশে ১২৭ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১০৫ জন ও ঢাকার বাইরে ২২ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ১৮ মে পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট ১ হাজার ৩৫৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮১৮ জন ও ঢাকার বাইরে ৫৪১ জন। একই সময়ে সারাদেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা ১ হাজার ২২০ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর ৭০৪ জন ও ঢাকার বাইরে ৫১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ জনের মৃত্যু হয়েছে। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ৩৮২ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ২৮১ জন। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া